যার দেখাতে হৃদয় জুড়ায়,
যে চোখেতে ধরে,
ফর্সা কিংবা কালোর মাঝে
সে কখনো পড়ে?
ফর্সা হলে সুন্দরী হয়,
জানি ভুলের তরে,
সুন্দর চোখে যা তাকাবে,
সুন্দর হয়ে পড়ে।
চকচকে আর ফকফকিয়ে
হয় না সবই ভালো,
উপরে যে সোনার রঙে,
ভেতর থাকে কালো।
রুচির বড় দুর্ভিক্ষ আজ,
খাচ্ছে পচা গলা,
তবু ঝুঁকে ফাস্ট ফুড সেই!
বড় জোরে বলা।