সুন্দর খুঁজে হয়েছো কত হয়রান
অগোছালো বাসস্থানে, গোছানো জীবন,
কতটা সুন্দর সেই তাকিয়ে দেখেছো
অভাবে থামেনি কভু, দেহ মন প্রাণ।
ধুলোতে করেছে বাস ধুলো মাখা নেই
সে যে বাস্তব সুন্দর, পৃথিবীর বুকে,
মাটিতে করেছে বাস মাটি ছোঁয় নাকো
অসম্ভব সুন্দর সে, অভিরাম মুখে।
যাদের সুন্দর হতে ছিলোনা চিন্তার
সুন্দর আবাস স্থলে দিন গেলো যার!
সুন্দর বলে মানবো নয়নে ধরে না
অর্থের উড়ন্ত যার রুপ সম্প্রচার।
সুখ খুঁজতে কতটা হলে হয়রান
হাজার কষ্টের মাঝে যেবা থাকে ভালো?
তার মাঝে ধরে সুখ সুখের প্রসাদ
আমাবস্যা রাতে উঠে জোছনার আলো।