আমি ফাল্গুন ভুলে এই মনে
ছটফটে করি তার সম্মুখীন?
ভ্যালেন্টাইন গেছি ভুলে আমি
কারণ আজকে তোরই জন্মদিন...
এমন পহেলা ফাল্গুন রং
ছুঁয়ে যেতে কভু একটু পারেনি?
উইস হয়নি তোর শুভ দিনে
মনেহয় যেনো আকাশটা ঋনি।
কিসে এতক্ষণ বহে বসন্ত
কোথায় এমন আসে ফাল্গুন,
তুই বসন্ত তোর ভালোবাসা
এরচেয়ে তুই শত শত গুণ।
ফাল্গুন এলো তুই এসেছিলে
রজনীগন্ধা ফুল হেসেছিল
সকল উঠুনে গোলাপ ফুলের
সবকিছু নিয়ে তোরই জন্ম।
ফুলের মালায় বিনিময়ে হোক
ফুলের মত পবিত্র তোর
আগামী দিনের পথ।
হৃদয় নিংড়ানো একটি বিন্দু
শিশিরের মতো শুভেচ্ছা তোকে।