তবুও মানুষ সুখী হতে চায় কোথায় সুখের মেঘ
ঝড়ো হাওয়ায় বৃষ্টি ঝরিয়ে সন্ধ্যা থামায় মানুষের কাছে,
দুঃখের ঢেউ মানুষের মুখে লেপ্টে রয়েছে ছাপ
এমন মানুষ নেই পৃথিবীতে দুঃখ বিহীন পৃথিবীর আশেপাশে।

মানুষের কাছে পৌঁছে দেখেছো ধনী কি গরিব
পরিপাটি সেই মানুষের কাছে একবার যাও
তাহার ও আছে দুঃখের কথা তাহলে সুখী কে?
সুখ সন্ধ্যানে বেহুঁশ মানুষ ছটপট করা ধ্যান।

সুখের পিছনে ছুটতে ছুটতে মানুষ এখন
হারিয়ে ফেলেছে সেই ভালো থাকা নিজের ভেতর,
ভুলে যায় তার নিজ অস্তিত্ব ঠিক পরিচয় আজ বিসর্জন
তবুও মানুষ সুখের আসায় অসুখেই ভোগে...