মনকে বলেছি তুমি আসো ফিরে,
চলে আসো তুমি আপনার ভীরে।
কেবল রয়েছে তেমন তাকিয়ে,
ওদিকে ফিরছে তকমা পাকিয়ে।
এত সুন্দর মুখের গড়ন ভাসে,
ফসল ফলেছে কোন বিনা চাষে।
এমন পথিক কেবা জানে কত
সেতো চলে যায় নিজেরই মত
ইচ্ছে আহত হয়েছে আমার
হতে চাই মনে প্রেমের চামার।
অচেনার মায়া অপূর্ব রূপে,
চোখ শুধু যায় যেন চুপে চুপে।
মনকে বোঝাতে পারিনি যখন
চলেছে ওদিকে কাঁপায় লগন ।