থেমে যাক বিশ্ব যুদ্ধ লিপ্সু ক্ষুব্ধ মনোভাব!
বিলিয়ে দাও কল্যাণ যেন ব্যক্তির আসন,
ছড়িয়ে দাও ভ্রাতৃত্ব দ্রুত মানুষে মানুষে
শান্তির পৃথিবী চাই এই জীবন যাপন।
শক্তির দাপটে নিয়ে রাজ্য কেড়ে নাও
গোলা বারুদ বোমাতে প্রাণ নাশ হরি বল,
নিজ বাসভূমে থাকা সেই অধিকার চাই
চাইনা সংঘাত আর অশ্রু এক ফোটা জল।
প্রথম বিশ্ব যুদ্ধের সেই ভয়াবহ দিন!!
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পারমানবিক বোমা,
বিগত দিনের সেই মনে করতে চাইনা
রাশিয়া ইউক্রেন তা বেদনা ময় উপমা
মানব কল্যাণে যেন তার বাসভূমি দাও
গৃহ হীন কে দাও যে একটা একটা গৃহ
মানব কল্যাণ করো মানবতার খাতিরে
যুদ্ধ করে নাও কেন? মানব দুয়ার গৃহ ।
Stop war this poem
Let's stop the world war greedy angry attitude!
bestow welfare as a person's seat,
Spread brotherhood quickly from man to man
I want a world of peace to live this life.
Take the kingdom by force
Kill the lives of ammunition bombs.
I want the right to stay in my home
China conflicts and tears are a drop of water.
The terrible day of the First World War!!
World War II atomic bomb,
I don't want to remember the past
Russia and Ukraine are a painful analogy
May he give his abode to human welfare
Give a home to the homeless
Do human welfare for the sake of humanity
Why fight? House of Humanity is lost