স্রষ্টার দিকে তাকিয়ে রয়েছি চাই সাহায্য
জুলুম কারীর এই অবিচার হয়না সহ্য?
পথ চলাচল আছে মন্থর ত্যক্ত আঁচল
চোখের কোণায় মানুষ দেখিনা দেখেছি বর্জ।
পাপের ফসল পূর্ণ হয়েছে ভোগ নাই কেন
বুকের উপর লাথি মেরে যায় করে হুংকার,
আর চোরে চোরে মাসতুতো ভাই ঘটে লেনদেন
দূর্বল হয়ে কাঁপছে মানুষ যেন বারবার।
আকাশ বাতাস করেছে সৃষ্টি সৃষ্টিকর্তা,
কোথায় আছেন দেখে না বিচার ব্যবস্থা মুখে,
বাক শক্তির মুক্তি কেড়েছে খুব উচ্ছাসে !!
মজলুম কাঁদে ধুঁকে ধুঁকে সহে অবিচারি সুখে।