নীল আকাশের রক্তিম রঙে
ছড়াক ন্যায়ের আলো,
অসত্য বড় কুয়াশা ছিটিয়ে
বাংলা চাইনা কালো।
সাগর যেমন ঢেউয়ে নাচিয়ে
ময়লা ডুবিয়ে মারে,
তেমনি ন্যায়ের ধুয়ে বন্যার
আসুক বারে বারে।
ডুবানো সত্য বিজলি জাগিয়ে
মজলুম পাক মুক্তি,
যত অন্যায় বিদায় জানিয়ে
সত্যে এনেছে ভক্তি।
পাহাড় যেমন অটল দাঁড়িয়ে
উচ্চ করেছে ঠাঁই,
তেমনি জাগুক মানবতা বুকে
আমরা সকলে ভাই।
নির্দোষ লোকে মুক্তি ঘটুক
দোষীদের হোক শাস্তি,
সত্য কে তুমি মিথ্যা বলো না
দ্বেষের ধস্তাধস্তি।