সত্যকে আড়াল করে; মিথ্যাকে জাগ্রত করে
চাপা থাকে কতকাল; যায় কী চাপিয়ে রাখা,
সত্য কী হয় বিলীন; সত্য চিরন্তন স্বচ্ছ!
সুস্থ মস্তষ্কের তলে, থাকে রণাঙ্গনে আঁকা।

সবুজ পাতার ঘাস পিষিয়ে দিলে কী পিষে
একদিন জৈব সারে মাটির ঘোরায়  জমে,
পৃথিবীর ফুল ধরে খিলখিলিয়ে হাসায়
কত খনিজ পদার্থ  ভেসে ওঠে হরদমে।

সত্য কোমল সজীব সুক্ষ্ম অমলিন
শান্তির প্রতীকী তাজ রিক্তে প্রবাহিত,
সত্য সাহসী চেতনা মৃত্যুহীন প্রাণ
সত্য নিভে যায় চাপে তবুও জীবিত।

ছলাকলা যত করো সত্যের শক্তি অনেক
জালেম কাঁপছে যেন থর থর থর করে,
মজলুম ফিরে আসে বীর মুকুটের বেশে
সত্যকে আঘাত দিয়ে নিয়ো না মন্দের ঘরে।

যতোই চাপিয়ে রাখ যত চালাকি চালান
সত্যকে সত্য বলার সাহস না থাকে যদি
আপনি কা পুরুষ মূর্খের ত্রিভুজ অঙ্কে
শীঘ্র ফিরে যাক সত্য প্রতিষ্ঠার আত্মশুদ্ধি।


তুমি সত্য সচ্চরিত্র কোমল স্বতন্ত্র প্রার্থী
হৃদয়ে ফোটে পুষ্পের উপমার কবিতায়
তোমার বৃক্ষের নীচে নিরাপদ জনগণ
সত্য করেনা আঘাত সত্য থাকে মমতায়।