বাড়ির জুড়ে খেলা চলে শত্রু শত্রু খেলা
যেমনি করে পুকুর ভরে শেওলা পচা জমে,
ওই আগাছার মত পুকুর শত্রু জন্মে কারা?
রৌদ্র আলো পয়না পুকুর না কিছুতে কমে।
না আছে মোর অর্থ দ্বন্দ্ব না আছে আর দাবি
ষড়যন্ত্রের অটো মেশিন মানুষ নাকো চিনে,
কাকে বলি সত্য কথা কে বুঝে তার জানি
আঁধার নামায় আমার ঘরে সূর্য জ্বলা দিনে।
ষড়যন্ত্রের ফাঁদে ফেলে সম্মান করে ধূলি
মুনশিয়ানা জামা পরে মাথায় টুপির খুলি,
আশেপাশে হিংসুকেরা পেলো দারুণ সুযোগ
সামনে এসে চুপ করেছে পিছনে হাত তুলি।
তাদের এমন তামশা দেখে কষ্ট হলো জমা
তাদের লাগে ছোট লোকের ময়লা তে নর্দমা,
ধীরে সুস্থে চুপ থেকে মুখ পাশ কেটেছি ধীরে
বিশ্বাস টুকু ভেঙে চুরে খুঁজি দাঁড়ি কমা।
কিছু লোকে নিজ কে ভাবে নিজে বড় চালাক
ভঙ্গিমা টা দেখায় এমন বুঝি না আর কিছু,
বুঝে বুঝে চুপ করে রই পাশ কাটিয়ে চলি
পরের কালে তারই পথে ধরি না আর পিছু।
মিথ্যা কথা দ্রুত ছড়ায় খাপ পেতে রয় হিংসুক
পরের তরে কানাঘুষা খুবই মজা পায়,
সরল সহজ হলে পরে সুযোগ আরো বাড়ে
স্বার্থ নিয়ে দ্বন্দ্ব হলে আর তো কথা নয়