দেয়াল ঢেকে গিয়েছে পিঠের উপর
কাকের মত প্লেয়ার বিরুদ্ধে যখন,
কানের ছিদ্র করেছে শ্বাসরুদ্ধে মন্থ
ভয়ে ডুবে যাচ্ছি কোনো নর্দমা- তখন।
থেমে গিয়েছে চৌরাস্তা মনের এলাকা
চলার শক্তি উদ্যানে ফেলে না নোঙর,
হেরে যাচ্ছি নিত্যদিন ভালো লাগা থেকে
সরে যাচ্ছি প্রেম থেকে ভাঙছে পাঁজর।
আমার ব্যর্থের কাছে দায়ীতো নিজেই
হয়তো ব্যর্থ না হলে অন্য কিছু হতো,
আমার মনের কথা যাক অগোচরে
ভালো থাকুক সর্বদা সে তার মতো।
প্রিয় মানুষ যেখানে ভালো থাকা হলে
আমি ও যে ভালো থাকি এই চাওয়ার
হৃদয়ে হলুদ রঙে জ্বলা বাতিঘর
এভাবে চাইব শুধু ততই তোমার।
সরে যাচ্ছি কূল থেকে হয়তো একাকী
নিয়ে চলি কিছু কথা কিছু নিরবতা,
কিছু অতীত চলছে আমার দু'পায়ে
চেষ্টা করবো আবার নিজ উত্থাপনে