স্বপ্নেরা স্বাধীন হয়/ যেখানে সেখানে চলে
সর্বস্তরে চলাচলে/ আছে প্রবেশাধিকার,
স্বপ্নেরা ইচ্ছে স্বাধীন /খোলা আকাশের মত
স্বপ্নের রয়েছে ডানা! আছে ক্ষমতা উড়ার।
স্বপ্ন মানুষকে তবে/ তার বড় করে তোলে
নিজের স্থান থেকেও/ করে অনেক বিশাল,
স্বপ্নে হতে পারো তুমি/ মহান সেই সম্রাট
রাজা বাদশাহ কিংবা / তার চেয়ে সমকাল।
স্বপ্নে হতে পারো তুমি/ রাজকুমারীর বর
হতে পারো মনে মনে/ বাঁধো নিজে নিজে ঘর
স্বপ্ন দেখতে দোষকি / স্বপ্নরা মন স্বাধীন
যেখানে ইচ্ছেই বসে/ খেলা করে অতঃপর।
বাস্তবে নয় তোমার/ এসো তুমি স্বপ্ন দেখি
বাস্তবকে মনে রেখে /মিছে মিছে খেলা করি,
স্বপ্নে থেকে থেকে যেন/ বাস্তব না করে ভাবি
বাস্তব হবার আগে/ বাস্তব মনে না করি।
এসো স্বপ্ন দেখি এক খোলা মুক্ত পৃথিবীর
এসো স্বপ্ন দেখি এক সেই শ্রেষ্ঠ পৃথিবীর