আকাশ থেকে চেয়েছিলাম রোদ
রোদে আমার শরীর যায় রে পুড়ে,
পাশ কাটিয়ে ছায়া যুক্ত হলে
শীতে আমার সারা শরীর জুড়ে।
অতিরিক্ত নয় রে কিছু ভালো
স্বাদটুক ও খসে পরে শেষে,
অবহেলার কড়া দরজা নাড়ে
নড়বড়ে মন নিত্য নতুন ঘেঁষে।
হারিয়ে গেলে মর্ম বুঝে ওঠি
থাকতে কেহ দেয়না মূল্য তাকে,
তখন আবার ফিরে পাবার লাগি
হাজার চেষ্টা চলে মনের ফাঁকে।
রোদের মধ্যে দোষ আছে কি বলো
যতটুকু শরীর জুড়ে লাগে,
তার থেকে ঐ বেশি নিতে গেলে
পুড়বে ই তো কাঙাল রোদের রাগে।
চেয়েছি যে ভালো হবে বলে
তবু কেন খারাপ হয়ে গেলো,
এই দুয়ারে সিঁড়ি বেয়ে দেখি
ভেতরে খুব আছে এলোমেলো।