পরের ঘরে চলল যেতে ঢোল সানাইয়ে বাদ্য মেতে
বধু সেজে চলল মেয়ে যাচ্ছে পরের বাড়ি,
সকল মায়া বাড়ির ভুলে বাবা দিচ্ছে তাকে তুলে
জামাই বাবুর হাত মিলিয়ে দিচ্ছে মেয়ে পাড়ি।
না আছে তার সে ঘর চেনা কিছু আগের লেনা দেনা
এই বাড়িতে সবাই নতুন মুখ,
পরকে আপন মেয়ে করে আত্না দিয়ে টেনে ধরে
এই আসল ঘর দুখেও কয় সুখ।
পরের মাকে করেছে মা পরের বাপকে করেছে বাপ
পর না ভেবে হৃদয় ভরে ডাকে,
বহু বছর কাটার পরে সন্তান ভরা তখন ঘরে
ঝগড়া দ্বেষ হয় অঘটন তো থাকে!
তাই বলে কি দেবে তালাক ধোঁকা দিলো না কি চালাক সে মেয়েটির কেমন হলো তার,
কোথায় গেলো জয়ের আপন কোথায় বাঁধা গাঁথা বাঁধন কি আছে আর এমন কি হয়?
চিৎকারে শেষ সংসার।