আমারো যদি থাকতো একমুঠো কুশ!
এক বিকেল রোদ; সন্ধ্যার চেরাগ,
একফালি জোৎস্না স্নাত এক খোলা মাঠ!
হারাতে দিতাম নাকো একটু তোমায়।
আমারো যদি থাকতো তোমার স্বচ্ছন্দ
বিশারদ সিংহাসন তোমার সন্তুষ্ট,
হারাতে দিতাম নাকো একটু তোমায়।
আমারো যদি থাকতো সুদর্শন রূপ
স্বপ্নচারী ঈর্ষণীয় আকাঙ্ক্ষা সঙ্গম,
চোখের মনি কোঠায় ভরপুর ঠাঁই
হারাতে দিতাম নাকো একটু তোমায়।
অপূর্ণ এ পৃথিবীতে অপূর্ণতা ডুবি
যাদের পূর্ণতা জোরে কেড়ে নিয়ে যায়
আমার অস্তিত্বে জমা সোনার মোহর।