চলে যায় এই সময়ের কাঁটা পুরোনো হয়েছে কালে
সময় বলেছে একাল সেকাল এই দিন সেই কবে!
কেউ থেমে গেছে দেখিনা এমন আগামীর সমকালে
আমি তো চলেছি আমার মতোন দায়ভার কেন হবে।
ফেলে আসা দিন জেগে উঠে মনে অবাক তাকিয়ে থাকি
চোখের কোণায় ছবির নাহান চকচকে হয়ে ভাসে,
ওই আগামীর ভাবনা বিলোম চিন্তা করতে গেলে
চোখের কোটায় বড্ড অতীত এসে বেপোরোয়া হাসে।
মোক্তবে সেই গিয়েছি পড়তে ভোরের শরীরে মেশে,
ঘুমকে থামিয়ে কুয়াশা হঠিয়ে হেঁটে গেছি কোন দিন,
কতটা পিছনে ফেলেই এসেছি মিস করি সেই কাল
মুছে যাওয়ার সেই দিন কাল হয়েছে কত অচিন।
বেজায় চটেছে শৈশব কাল মধ্যে দুপুরে পাশে!!
বিকেলে হইলে আড্ডা দিতাম মিলে রোদ অবকাশে,
বিকেলে বেলার গোল্লা খেলার একদল খোলোয়াড়
মাঠের কোণায় সীমান্ত ছোঁয়া নেই কেউ আশেপাশে।
ফুটবল খেলে আহত হয়েছি ঘরে শোনা সেই বকা
মায়ের বকুনি খেয়ে চুপচাপ পড়তে বসেছি একা,
ক্রিকেট খেলা নিয়ে হৈচৈ হার জিত নিয়ে রেস
কত ঠুলাঠুলি হয়ে গেছে সেই আজ শুধু ফিরে দেখা।
স্কুলের দিকে নয়টায় ছুটে গিয়েছি প্রতিটি দিন
কৈশোর দোলা খেয়েছ উতলা সময় অর্বাচীন,
পড়া পাড়লেই খুশিতে লাফিয়ে ফুরফুরে মনে থাকা
মনেহয় যেন কত মিস করি ফেলে আসা সেই দিন।
সময় চলেছে সূর্যের পিঠে থামেনি একটি বার
নদীর মতন চলেছে স্রোতের কত কোটি পায়ে,
একাল সেকাল ছুটে বহুকাল আগামী দিনের পথে