সহজ নয় হওয়া সম্মানিত লোক!
যেটুকু অর্জন করো যদি ভেঙ্গে যায়ে,
কেউ যদি ভেঙ্গে দেয় ছলাকলা করে
সম্মান হেঁটে চলেছে তোমার দুপায়ে।
ছোট নয় বড় নয় যাকে দেবে তার!
বিনিময়ে আরো বেশি, পাবেন যে ভাই,
সম্মানের বিপরীতে যদি ধরে মন্দ
তার মাঝে ধরে নেবো মানুষত্য নাই।
আচরণ থেকে সৃষ্টি আত্মসমর্পণ
আরো বেশি চমৎকার হয় মজবুত,
আত্মসম্মান অর্জন সহজ নয়তো
ভেঙে গেলে লাভ নেই দিয়েও ঔষধ।
মোঃ মুসার লেখা