সমাজের কাছে যায়না পাওয়া ছবির নায়ক
অন্যায় মুখে রুখে দাঁড়াবার নেই কেউ নেই!!
আছে শুধু কথা করে অপসোস দুই এক জনে
নায়ক তো নেই তবু ভিলেনের অভাব যে নেই।
কার পিছনে কে, আছে পরে লেগে থাকে সন্ধানী
ক্ষতির করার মিললে সুযোগ ভুল করে না যে,
সমাজের বুকে প্রকাশ্যে সাধু পিছনে ভিলেন
কত যে খারাপ দেখেনা মানুষ আড়ালের ভাঁজে।
মিলে বারোভুত একজোট হয়ে করে উচ্ছাস
সাক্ষী কেবল আল্লাহ ছাড়াই আর কেউ নেই,
আজব পৃথিবী চলে উৎসব এই খলতায়
কোটি টাকা শেষ সিনেমার পিছে সাধু কেউ নেই।
এই কাজ গুলো বেশি বেশি হয় দিশে হারা জনে
উপরে ভদ্র মাথায় অথচ পাপ নিয়ে ঘুরে,
ভালো কথা তার হয়ে যায় তিতা এমন সে জন
মনে মনে চায় খারাপ সংঘ হোক ভবঘুরে।