ডাকাতের দল নিয়ে রিয়াদ, হারুনে বসেছে সভায়
কিভাবে মানুষ বুঝি কৌশল বৃত্তে খুন করা যায়,
একদল হিংস্র লোক বসেছে গোপনে এমন কাজের
আইনের চোখ গুলো দেখেনা তাকিয়ে যাই বলো হায়।
মানুষ রুপী দেখতে হিংস্র জানোয়ার আছে সমাজের
মানুষ মেরে এমন সাজায় নাটক মিলমিশ করে
নামাজের পাত পেতে পাঁচ ওয়াক্তের নামাজও পড়ে
মসজিদে গিয়ে বসে শুক্রবার এলে সামনে কাতারে।
এদেশে সন্ত্রাসী আর কমবেনা বুঝি এমন আজব
নোয়াতেই পারে কই এমন কজন মাথা কজনার,
চৌকিদার বাড়ি মুখে নানান কর্মের বুদ্ধি কারখানা
এমন কোথা এমন সংঘবদ্ধ মুখে না পরে- আর।
আবদুর রহমান এক ওরকাত থাকে দক্ষিণের বাড়ি
অনেক জায়গা ঘুরে পেয়েছে এখানে থাকার জায়গা
সন্ত্রাসী ভূমিকা তার গোপন চালায় বুদ্ধির উপর
এযেন নরকে ছোঁয়া সমাজের বুকে আবর্জনা গুলো
এরাতো মানুষ নয় সমাজের বুকে অদৃশ্য ক্যান্সার
মানুষের শেষ করে দিয়ে বেঁচে আছে এই পৃথিবীর বুকে