বেদনা কাতর হয়ে নিশ্চুপ নিরব আমি
পথের রাস্তা মেপেছি প্রান্ত আর কতদূর?
হাঁটতে হাঁটতে হাঁটু চুরমার হয়ে আসে
আর কতকাল ধরে গাইব মিথ্যার সুর।
মুখের বক্তব্য নিয়ে কেউ বড় হয় নাকি ??
কাজের বেলায় এই নিজ পরিচয় মেলে,
অপদার্থ হয়ে আছি সমাজের ডালে উঠে
আমার অতীত বলে নিষ্ঠুর নির্মম খেলে।
আমাকে শক্তি দাওনা আমার ঈশ্বর মম
সমুদ্র সৈকত থেকে বহিষ্কার হয়ে ডুবি
আমাকে চেতনা দাও তীর খুঁজে পেতে কিছু
আমি আবার সবুজে,যাবার ইচ্ছা খুবই।
আমাকে আগের ন্যায় ফিরিয়ে দাও ঈশ্বর
আমি যুদ্ধে যাবো যুদ্বে তারণ্য অদম্য ইচ্ছে,
এখনি সময় এলো জয় করার সাহস
নয়তো হারিয়ে যাবো, হারের চেতনা দৃশ্যে।