শহরের অলিগলি সারারাত জেগে থাকা
দিনের আলোর কাছে নিভে গেছে সব বাতি
নিভু নিভু ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ বাতি গুলো নেই,
একটি ঊষার আলো অনেক জোরালোতম
আমিও বেরিয়ে যাব সেই সকালে হলেই।
বহুকাল অন্ধকারে নিমজ্জিত ডুবে গেছে
আমার চারিপাশের হাতে জ্বালানো প্রদীপ,
অনেক আগে নিভেছে হাঁটাহাঁটি করি একা
জানি পাবো না আগের স্বচ্ছতা বাতির জিব।
একটি সকাল হবে আমিও বেরিয়ে যাব
হিংস্র দের খাঁচা থেকে চলে যাব নিজস্বতে,
যেখানে নেই হিংস্রতা মুর্খতা নীচুতা মুখ,
বহুকাল অন্ধকারে পাকড়িয়ে আছি মেতে।