সবকিছু ঠিকঠাক অনুমেয় ছিলো
আজ কঠিন হয়েছে কঠিনকে নিয়ে,
সহজ খুঁজে চলেছি এখানে ওখানে
সহজ খুঁজি কঠিনে মনোযোগ দিয়ে।
যেখানে সহজ ছিলো তোমাকে ছোঁয়ার
কাছাকাছি ছিলে তুমি গতকাল,
আজ কঠিন হয়েছে কঠিনকে বলি
এত প্রসস্থ কেনোই তোমার বিশাল।
সহজ ছিলো আমার সম্মানের সঙ্গে
যেকোনো স্থানে থাকার নিজের আয়ত্তে
স্বাভাবিক ভাবে ছিল মাটির দেয়ালে
কঠিন হয়ে আমার আছড়ে ফেলায়।
কঠিন সহজ করা এত সোজা নয়
সহজ কেনে কঠিন এমনকি হয়?
সহজ করার চেষ্টা বারবার করি
সহজ হলো কঠিন জগত হৃদয়।