কি লাভ বলো ষড়যন্ত্র করে
দেশের যারা চাচ্ছে নিখাদ  ভালো,
আঁধার মুছে দিচ্ছে চোখে আলো
তাইলে কেনে বিদ্বেষ মনে ঢালো?

ঐ গরিবের চিন্তা কি আর করো
দুমুঠো ভাত পেট ভর্তি খাবে,
দুর্নীতি আর কারসাজি টা
চাচ্ছে যখন অজর নিপাত যাবে।

হিন্দু, মুসলিম আমরা ভাই ভাই
সব বাঙালি সর্ব অধিকারে,
দেশের তরে ফুটাতে ঐ হাসি
স্নেহ মায়া বিলিয়ে দাওনা তারে।

দাঙ্গা সংঘাত কেন চালাচ্ছে ভাই
সংহতিকে আচ্ছা ভুলে গেলে,
সহিংসতা কোনো করছো ভাই
স্বচ্ছ সুন্দর বাংলার-সকালে।

দেয় উস্কানি পরাজিত কেউ
তুমি দেশের জয়ের ভুক্তভোগী,
ধর্মে তোমার আপন সত্তার টান
জাতি জাতি থাকবো মনোযোগী।

ষড়যন্ত্র মুছবো হাসি মুখে
তাদের তরে সুন্দর ব্যবহারে,
হৃদয় জয়ে জিতবো তাদের কাছে
ঐক্যবদ্ধ একটি পরিবারে।