এইদিনে বুদ্ধিজীবী হারিয়ে ফেলেছি!
তোমাদের রোশনাই মুছতো আঁধার,
সূর্যের কড়ি যেমন দিনে দেয় পথ,
তোমরা ছিলে জাতির সমৃদ্ধির জ্যোত।
বটবৃক্ষ হয়ে ছায়া দিলে এই জাতি,
ইশারা ইঙ্গিতে মুছে দূষিত প্রগতি।
নদীর স্রোতে যেমন যে সজীব গতি,
সংকটে জাতির কাছে সুফল নিয়তি।
চাষীর মাঠে যেমন ফোটে পুষ্ট ধান,
তোমাদের জ্ঞানে ফুঁটে নতুন আহ্বান
যুদ্ধের ত্যাগে জ্বললো দীপশিখা বার্ণ,
বাংলার বুকে ফুটল স্বাধীনতা গান।
তোমাদের স্বপ্নে গড়া দেশের ভবিষ্যৎ,
সবিনয়ে পথে থাকা হবে অবিচল।
তোমরা অমর হবে তোমরা মহান,
তোমাদের জন্য আজ শ্রদ্ধা অবিরাম।
শহীদ বুদ্ধিজীবী হত্যা
মোঃ মুসা
মেঘের আড়ালে যাবে সুদূরপ্রসারী
ঘুমের আচ্ছন্ন ডেকে হবে আহাজারি।
খসাবে বিস্তীর্ণ কাল সুখ্যাতি বর্জনে,
আশার সঞ্চার টুকু মুছবে বরণে।
রোদের স্পর্শ দেবে না নতুন সকাল,
আঁধারে ঢেকে রাখবে আগামী জানালা।
শূন্য মাটি হবে এবং ফসলের দিনে
হৃদয়ে উঠবে ঝড় হাহাকারে মেলা।
পঙ্গু জাতির মতন দিশারী আলয়,
বুদ্ধিজীবী নেই কিন্তু ভাসে অচলায়।
নিজের সত্তার দাবিতে জাগবে না পণ
মরুর রুক্ষতা এসে করবে বলয়।
তবু যদি একদিন আশান্বিত দীপ,
ভাঙার কণ্ঠে বাজুক জয়ের সুরীপ।
খুন করে দিয়েছিল বাঙালির মেধা,
তোমাদের হারিয়েছি বড় শোকাহত।