এইদিনে বুদ্ধিজীবী হারিয়ে ফেলেছি!
তোমাদের রোশনাই মুছতো আঁধার,
সূর্যের কড়ি যেমন দিনে দেয় পথ,
তোমরা ছিলে জাতির সমৃদ্ধির জ্যোত।

বটবৃক্ষ হয়ে ছায়া দিলে এই জাতি,
ইশারা ইঙ্গিতে মুছে দূষিত প্রগতি।
নদীর স্রোতে যেমন যে সজীব গতি,
সংকটে জাতির কাছে সুফল নিয়তি।

চাষীর মাঠে যেমন ফোটে পুষ্ট ধান,
তোমাদের জ্ঞানে ফুঁটে নতুন আহ্বান
যুদ্ধের ত্যাগে জ্বললো দীপশিখা বার্ণ,
বাংলার বুকে ফুটল স্বাধীনতা গান।

তোমাদের স্বপ্নে গড়া দেশের ভবিষ্যৎ,
সবিনয়ে পথে থাকা হবে অবিচল।
তোমরা অমর হবে তোমরা মহান,
তোমাদের জন্য আজ শ্রদ্ধা অবিরাম।