দক্ষিণ পাশে বাড়ির রাস্তা পশ্চিমে ইট ভাটা
পূর্ব পাশে আমার ঘরটা কাচা হাতে গড়া,
উত্তর পাশে মানুষ নামে কুমীরের ঘর কাটা
পশ্চিম পাশে আরেক কুমির হাতে নাতে ধরা।
পূর্ব পাশে ঘরের পরে সুপারি বন খাল
খালের ওপার সুদূর বিলে আকাশ ভেঙে পরে,
এপার বসে ওপার দেখি ফাগুন নামা কাল
যায়না ছোঁয়া ওপার কিছু একলা পায়ে ধরে।
সবুজ বিলে সবুজ ঘাসে পা পরে না ফুটে
চোখ ছুটে যায় কচি ধানের সবুজ পাতা জুড়ে,
এপার বসে থাকি ঠিকই মন গিয়েছে ছুটে
রাখছে আমায় ছোট খালে ওপার থেকে দূরে।
বর্ষা কালে জল দিয়ে তার পেট টি থাকে ভরা
প্রবল স্রোতে ভেসে যায় রে বাড়ির ঝরা পাতা,
সকাল বিকেল দুই জোয়ারে জেলের মত্স্য ধরা
গ্রীষ্ম এলে খালের তলায় জল গুলো রয় গাঁথা।
পুকুর আমার বহু দূরে গোসল করি খালে
ধোঁয়া পোঁছা পাই না যে জল মুসিবত দেয়/ হালে,
আসবে কখন তুঙ্গে জোয়ার ভরে খালের গালে
সন্ধা হলো দাঁড়িয়ে আছি সুরযো ডুবা ডালে।
পাখির ডাকে /ঘুম ভাঙিয়ে/ সকাল আনে /রোদ
সবুজ বাংলা/ মুখটি আমার/ দেখি বারো মাসে,
ওপার থেকে/সরিষা ফুল /গন্ধ পাঠায় / বোধ
আমার বাড়ির /শালিক টিয়ে /ওপার ঘুরে/ আসে।
এই সবুজে/ মাঝে আমার/ ডুবতে ভালো/ লাগে
এই সবুজের/ কাছে আমার/ যত প্রতি/কূল,
আঁকড়ে ধরে// প্রাণে আমার/ সাজ সকাল যেই/ জাগে
জন্ম আমার/ এই সবুজে /শোকর করি/ কূল।
ছন্দ।। স্বরবৃত্ত