শীতকাল নিয়ে অভিযোগ নেই শীতকাল প্রিয়!
কুয়াশার কাছে হারিয়ে গিয়েছি় যেন বারে বারে,
চোখের সামনে বাংলার বিলে শিশিরের কণা
আমাকে দিয়েছে একফোঁটা জল ধরতে গিয়েছি তারে।
শীতকাল এলে আইলের ধারে হেঁটেছি যখন
শৈশব থেকে সতেজ প্রাণের কড়া নাড়ে নিস্তব্ধে,
বহুদিন পরে বিলের দৃশ্যে করছে যোয়ান
আমাকে ছুঁয়ছে কচি এক প্রাণে কচি ঘাসেরই মত।
নবান্ন ধানে নতুন ভাতের গন্ধ আমায় টেনে নিয়ে যায়
তারপর সেই কলাই খেতের যোয়ান শরীর ফুরফুরে হয়ে
বাতাসের সাথে দোল খেয়ে চলে ! উদাম নিত্য
গোসল করায় রাতের বেলায় শিশিরের জলে।
সরিষা ক্ষেতের হলুদ রঙের বিছানা বিছিয়ে
চোখের খিদাকে মিটে দেওয়ার সময় এখন,
একি ভালোবাসা শীতের প্রথম প্রকৃতির যেন
অমলিন হাসি!
এমন দিনের ভালোবাসা টুকু কোথায় মিলছে
মন উচাটন উচ্ছাসে নিয়ে চলে এক নয় দুই
যেনো বহুবার!
ইচ্ছা করছে জাগ্রত কচি ঘাসের উপর তৈরি করতে
যেন মিশে থাকি যে সবসময়...