স্কুল ভোলা দিনের মত পাল্টে গেছে আমার ভেতর
হাত বাড়িয়ে পা বাড়িয়ে মন বাড়িয়ে পাইনা কিছু,
দলান কোঠা পুরান হলো আমি কত পুরান হলাম
চন্দ্র সূর্য হয়না পুরান চোখে আসে উঁচু নীচু।
তোমার প্রেমে মত্ত হয়ে বসে থাকতাম রাস্তার ধারে
যাবে কখন তাকিয়ে থাকা স্কুল কখন ছুটি হলো?
তোমার মুখে হাসি দেখে আপদ বালাই উধাও উধাও
আজকে তুমি অনেক দূরে আমি কোথায় তাও জানি না।
রাস্তা আছে আগের মত গাড়ি ঘোড়া ঠিকই চলে
কেবল তুমি যাওনা কেবল এ পথ ধরে,
আমার চোখের কালো মনি পায়না খুঁজে ওই তোমাকে
মনের ভেতর হোচট খেয়ে এখন কি আর
হারিয়ে গেছে পথের রেখা আশেপাশে চিত্রকর্ম
হারিয়ে গেছো কবে জানি ইচ্ছে করে খামখেয়ালি
আমায় তুমি বটবৃক্ষে ফেলে গেছো একলা একা
কি দায় দেবে? না ঘটালে কি কিছু ঘটে।
পাল্টে গেছে বাড়ির ভেতর চলাফেরার পদচিহ্ন
মনের ভেতর স্বপ্ন গুলো কুমায় গেলো চিরতরে,
মাঝে মাঝে জেগে উঠে উঠে দেখে কেউই-নাই
আবার যেন ঘুমিয়ে পড়ে বদলে যাওয়া পরিবেশে।