পিঠা, পায়েস, চিড়া, মোয়া,
ভাপা পিঠার ধুমে,
এদিক ওদিক গন্ধ পেয়ে
কেউ থাকে না ঘুমে।

পাতি হাঁসের মাংস ভুনা
সাথে সাদা রুটি,
সাথে খেয়ে রসের নাস্তা
হেসে কুটিকুটি।

অনাথ, বৃদ্ধ ,গরিব, দুঃখীর
বন্ধ নাকের ঘ্রাণ,
খালি দেহে ঠান্ডা যুদ্ধে
ঠেকায় আপন প্রাণ।

গাঁদা ফুলের গোলাপ ফুলে
পোহায় রোদ্রস্নান,
তোমরা দ্যাখো শীতের আমেজ
দেখি কোন শ্মশান ।