ঘাত প্রতিঘাত অভাবের ঘরে,
বস্ত্র নাইকো ভুর।
শীত ঠেকাতেই ব্যাহত শরীরে
মানুষ কতটা দূর?
হিমেল বাতাসে দুলছে মানুষ
হৃদয় অনলে পুড়ে,
ক্ষুধার জ্বালায় ভাঙছে শক্তি
নিদ্রা পালায় দূরে।
পথের শিশুরা চেয়ে রয় শুধু,
আকাশ ভরাট তারা,
স্বপ্ন ওদের রকম সকম
হয়কি জীবন খাঁড়া।
তবু কুঁড়েঘরে বাঁচার আকুতি
খড়কুটো টেনে রয়,
দুঃখের সাথে কুস্তি চালিয়ে
বহুকাল খুঁজে জয়।