সিয়াম অর্থ উপবাস থাকা খোদার ফরজ আঁকে,
দেখব এবার এই উপবাস কয় মুসলিম রাখে।
কয় মুসলিম দেখব এবার ধরেছে নামাজ রোজা,
দেখবো এবার আড়ালে কজন ভাবছে মস্ত বোঝা।
সিয়াম অর্থ উপবাস থাকা এই কথা নয় মাখা,
উপবাস থাকা এই বলে নয় শুধু না খেয়েই থাকা।
সিয়াম অর্থ উপবাস থাকা চোখের উপোস করা,
মন্দ দৃষ্টে থাকবে বিরত অন্তর জামি করা।
সিয়াম অর্থ হাতের সিয়াম হাতকে করাও স্থির,
যেই হাতে ওই করেছে আঘাত করছিলে অস্থির।
সিয়াম অর্থ জবাব তোমার জবানে উপোস করো,
যেই জবানেই কত বিনষ্ট মানুষের দোরে ছোড়ো।
সিয়াম অর্থ সবকিছু থেকে বদলে নেবার পালা,
সত্য পথের হও আগুয়ান জড়িয়ে সত্য মালা।
রমজান মাসে শিক্ষা তোমার সারা বছরই করো,
এই প্রতিজ্ঞা সকলের তরে সুন্দর পণ গড়ো।
দেখব এবার মানুষের কাছে কজন করে পালন,
ফরজ খোদার মানার জন্য কয়জনে আছে মন
দেখব এবার ভণ্ড মানুষ চিনবে সবাই মুখ,
কয় মুসলিম করে উপবাস হতে আছে সম্মুখ।
দেখব এবার কয় মুসলিম রেখেছ রোজার মান,
কতটুকু তার ফরজ হুকুম মেনছে মুসলমান।
লিখে রাখবোই তাদের মুখটি চোখের কোণার কাছে
দেখব তখন নফল নিয়েই লেপাদুরি করে চাষে।
দেখব এবার ফরজ মানে না ওয়াজিবে খায় গরু,
সবার আগেই দেয় কোরবানি ভণ্ডামি এক শুরু।
হায় মুসলিম বুঝায় গরিব কেমন করেই বাঁচে,
দিন কে দিনের থাকে উপবাস কেমন করেই আছে।
সিয়াম অর্থ উপবাস থাকা কতটা বুকের ক্ষুধা,
বুঝায় সিয়াম সাধনার ফল জীবনের তরে সুধা।