তোমার চোখে সাত সমুদ্র দেখে
ভাবছি তাতে রত্ন আছে জমা,
গভীর তলায় ডুব দিয়ে তা দেখি
সাজিয়ে আছে মনের দাঁড়ি কমা।
তোমার চোখে উত্তাল ঢেউ খেলে
বলছ তুমি সামান্য এক পাতা,
ঐ গড়নের পৃষ্টা পড়ে পড়ে
শেষ হলো না যা ছিলো তার গাঁথা।
শারমিন নামে অর্থ লাজুক পাই
বিনয়ী অর্থ পাইলাম অভিধানে,
দেখলে তাকে নিজকে থামিয়ে বলি
এই বিনীত তোমায় কাছে টানে।
তোমার মুখের এত সুন্দর দেখে
নায়িকার মুখ মারছি চুলার ছালি,
এখন দেখি নায়িকা যে কচু
তোমার মত কে বলো আর পাই।
তোমায় বুঝে না বুঝার ভান করে
নিঃস্বার্থ মন স্বপ্নে দিয়ে ডুব,
যতটুকু যত্ন নেওয়া হলে
আমার মাঝে ধরে নতুন খুব।