তাকে হারানোর ভয়ে শঙ্কিত
একবার নয় দুই বার নয় থেকে বহুবার,
যখন শুনেছি হবে না আমার
সেই বিশ্বাস বুকের ভেতরে ছিল হাহাকার।

বিশ্বাস করি না অবিশ্বাস
দোটানায় পড়ে হেরেছি এখন,
হারিয়ে গিয়েছি বলে বকে গেছি
বকার কারণে হারাবে বুঝিনি... এখন।
তখনো ছিলযে আমার আপন।

সবকিছু ছেড়ে সবকিছু ভুলে
চেয়েছি থাকুক জীবনে আমার,
সেখানে হৃদয় করেছে শীতল
সব অভিযোগ বলছে থামার।

আর ভালো নেই যখন শুনেছি
তাকে হারানোর ভয়,
যার হাত ধরে বাঁচতে চেয়েছি
আজ সে আমার নয়।

এই হৃদয়ের কোনো দাম নেই
হৃদয় নিয়েছে লুটপাট করে ,
তারপর এই হৃদয় আমার
ছুড়ে ফেলে দিল কাদার ভেতরে।


ভালোবাসি বলে নিজের দোষটা
খুঁজে বের করি,
বদ মেজাজের সংযম ভুলে
দুচোখে অশ্রু ভরি।