হাজার মুখের ভিড়ে আমার আমাকে খুঁজি,
আঁধারে নেভা প্রদীপে বঞ্চিত দুয়ার থেকে
সবার উপর থেকে মানুষ পথিকৃৎ বুঝি।
হাজার দেশের ভিড়ে আমার দেশকে খুঁজি
সুধা পিপাসার জলে প্রাণের তৃষ্ণা মেটাতে
সর্ব ত্যাগের উপরে শহিদের রক্ত বুঝি ।
হাজার মায়ের ভিড়ে আমার মা জান খুঁজি
মায়া মমতার কাছে বিবিধ বৈঠক থেকে
হাজার স্নেহের কাছে স্নেহ কাতরাতে বুঝি।
হাজার মুখের ভিড়ে মনের সঙ্গিনী খুঁজি
ঝড় তান্ডবে দাঁড়িয়ে যায়নি আমাতে ছেড়ে,
হাজার নক্ষত্র থেকে তারে চন্দ্র পৃষ্ঠ বুঝি।
হাজার লোকের ভিড়ে একটা বন্ধুকে খুঁজি
যতটা ভাঙা গড়ায় আমাকে বুঝে কেবল,
হাজার বাচাই পর্বে একটা মানুষ বুঝি।
তবু কি পাওয়া যায় সেই সম্পর্কে জোয়ার
ভাটার নেই খবর উদ্যমের উত্তরণে,
সমীকরণে ফাটল দুই ভাগ হয়ে যায়
অদেখা চিত্ত প্রসাদ কেউ জানেনা হয়তো.....