সেইদিন কেউ  মৃত্যুর কথা মনেও রাখেনি
চিন্তা করেনি মৃত্যুর পর ফিরবে না আর,
শুধু অধিকার শুধু অধিকার স্লোগান থেকে
মৃত্যুকে দেখে ছাত্র ধরেনি  পিছু হাটবার।

লাশ আর লাশ মানুষ খাচ্ছে মানুষের প্রাণ
দীর্ঘ রোধের মানুষ ভুলছে মানব ধর্ম,
হিংস্র পশুর চিরুনি দাঁতের ছিন্ন শরীর
মানুষ হয়েও মানুষ খুনের দিয়েছে জন্ম।

সেই ভুলে গেছে একদল লোক মানব সুত্র
রাস্তায় ছিল লাশের মিছিল মানব হেলায়,
তবুও মানুষ থামেনি অস্ত্র গুলি থামানোর
বিবেক কাঁপেনি মানুষ মারার মৃত্যু খেলায়।