শব্দের জানালা খুলে বলতে পারিনি তাকে
মায়ার চিকন দাঁত আমাকে কেটেছে একা,
বিবর্ণ সময় জুড়ে মনের বাতাসে ঘেঁষে
হবে না হয়তো আর তোমার সাথেই দেখা।
প্রস্তুত ছিলাম নাকো হবে এখানে রচনা
তবে লিখতে হয়েছে স্মৃতি বিজড়িত রাত,
আমার করেছে ক্ষত আমাকে দিয়েছে দাগ
মনে রেখো ভুলে গেছি ঝুলানো সব সংঘাত।
যোগ্যতা হীন আমাকে ছিটকে ছুঁড়ে ফেলেছে
কিছুদিন দেখাদেখি মায়ার নদীতে ডুবে,
আমাকে চুবিয়ে দিল আঘাত সৃষ্টির প্রীতি
এই দরজা বারান্দা ভালো লাগে চুপেচুপে।
আমাকে মনে পড়লে হৃদয়ে ঝড় আভাসে
আমাকে খুঁজে পাবে যে ফেসবুক সার্চ বনে,
গুগল সার্চে কখনো আসতে পারে আমার
হারিয়ে গিয়েছি বলে ভুলে যেওনা আনমনে।
কিছুদিন কিছুক্ষণে মায়া এসে ভীড় করে
আবার ছুটে যাবার দৃঢ় প্রত্যয় জেগেছে
যাবার দরজা বন্ধ হয়েছে যথেষ্ট কবে
যদি খোলা হয় ফের পুনরায় দেখা হবে।
আবার একা নিঃসঙ্গ কাত হয়ে শুয়ে আছি
আকাশ নুয়ে রয়েছে আলোর শরীরে মেশে
আমাকে খুঁজে পেয়েছি নতুন কোনো মেইলে