হাজার বৃক্ষ যে বাগানের পাশে
সে বাগানের পাতার পরিবেশ,
তুচ্ছ যেন ছেলেখেলা ভাসায়
বাদাড় গুলি লাফিয়ে চলে বেশ।
ছাগলে খায় গাছের কুড়ি পাতা
গরু-মহিষ খাচ্ছে মুড়ে মুড়ে,
যত্ন নেওয়া, স্নেহ করার রেখে
অবহেলা দিয়ে ওঠে সুরে।
যে জমিনে একটি বৃক্ষ আছে
সকলে তার ছায়া নিতে চায়,
রোদ-বৃষ্টিতে বিশ্বাস ছায়াতলে
বুকের ভেতর আস্থা রেখে যায়।
যে মানুষের অনেক প্রেমিক আছে
তাকে তুমি সম্মান দিলে যখন,
তার হৃদয়ে আত্মবিশ্বাস খেলে
এর চেয়ে দাও জুতোপেটা তখন।
যদি তুমি তাকে নিয়ে ভাব
সে ভাবে তার অনেক দামই আছে,
তাই তোমাকে রাখে খেলার ছলে
সময় শেষে লাথি থাকে পাশে।
---