স্বাদের নাটকে তুই বড্ড অভিনেত্রী
প্রয়োগ করতে চাস প্রশস্ত সমান,
বুঝি দেস ঘেঁষে ঘেঁষে কূলে বেরিবাঁধ
বুঝে তাও না বোঝার করে থাকি ভান।
স্বার্থপর মনে করে, নিজেকে চালাক
ফুঁসলিয়ে অক্ষম কে করবে উদ্ধার,
এমন স্বজন গিরি দেখাবে তোমার
শেষের চেনাটা তার সহজ না আর।
স্বার্থপরতা মনটা স্বাস্থ্যকর নয়,
স্বার্থের জন্য দখলে করে অভিনয়,
স্বার্থ শেষে ভুলে যায় এমন মানুষ
মানুষের রক্তে নয়, নাম পরিচয়।
অশুভ সংকেত দিয়ে পথ চলে নাকো
হঠাৎ বেজে উঠবে লাল লাল বাতি,
সত্যর জয় অসীম অনন্তের কৃতী
মিথ্যার বেসাতি ঘর মেলেনি আকুতি।