ধর্ম তোমার মাথার মুকুট পর বোঝাতেই ব্যস্ত কা?
নিজের আমল করো সুন্দর পর চিন্তায় ন্যস্ত কা?
পরের চিন্তে ঘুম দেয়না সে
নিজের আমল, কী হয় কবুল?
খুঁজে দেখো তার খোদার দুয়ারে
পরে আছে তার কত শত ভুল।
নিজ ভালো যার জগতের ভালো
জানা আছে সকলের,
নিজে ভালা হয়ে
যাচাই করোই নিজ হেরফের।
ধর্ম কোথায় লেখা আছে ওই সেটা নিয়ে রাজনীতি,
ধর্ম আরও এক করে দেয় মানুষে মানুষে
সহনশীল এক প্রীতি।
ইসলাম নিয়ে বলছি বাক্য বলেছেন শেষ নবী,
ধর্ম নিয়েই বাড়াবাড়ি কেউ ফুটিও না সেই ছবি।