আমি পরেছি খপ্পরে জালেম করেছে গ্রাস
আমাকে পিছনে ফেলে করে গেছে সর্বনাশ,
আমার জীবনে আমি পেয়েছি হায় হুতাশ
আমি মাটির মানুষ কেন এই পরিহাস।
জুলুম যারা করছে তাদের তোমরা চিনো
দেখতে ভদ্র মুখোশে ওই কি দিয়ে কি কিনো?
দৃষ্টির আড়ালে ভণ্ড উপস্থিতি ভালো গান,
ওরা তো মানুষ নয় সাধুবেশী শয়তান।
যাদের বংশ গৌরব কানায় কানায় পূর্ণ
তাদের চরিত্র মন অধিক সুন্দর হয়,
ছোট লোকের বংশের হঠাৎ করে বড় হয়
কুকুরে স্বভাব যেন কথায় কথা ছড়ায়।
জালেম এর মস্তক যেন বিকৃত হউক,
বুকে অদৃশ্য শক্তি সেই গজব পড়ুক
জালেম পৃথিবী থেকে প্রস্থান বিদায় যাক
মজলুম ক্ষণজন্মা একটু হৃদয় জুড়ুক।
অন্যায় কারীর ধর্ম বলে কিছু আর নেই,
নেই সৃষ্টিকর্তা নেই আছে শয়তানি পীর,
না থাকলে হেদায়াত মৃত্যুকে কামানা করি