স্বাধীনতা কেনো অশ্রুসিক্ত দুঃখ তোমার জনসম্মুখে অসহায় হয়ে আছো?
স্বাধীনতা কেনো জনসম্মুখে বেদনায় নীল মুক্ত করতে লুকোচুরি হয়ে আসো।
স্বাধীনতা তুমি দুর্নীতি মুখে! এত কেন ভয়? তোমার শরীর থরথর কেঁপে উঠে।
স্বাধীনতা আজ অসহায় মুখে ধুলোবালি নিয়ে ভোগান্তি হয়ে ফোটে।
স্বাধীনতা এলো সেই সংগ্রামে রক্ত ত্যাগের শহীদের তাজা প্রাণে,
স্বাধীনতা কেনো চাটুকারিতার লেলিহান হবে ?ভেল্কি বাজির গানে?
স্বাধীনতা তুমি বেহাল দ্যাখোনা বাজার মূল্যে গরিবের বলিদান,
স্বাধীনতা তুমি অসহায় হয়ে জনসম্মুখে দেও নাকি আনচান।
শেখ মুজিবের চোখের স্বপ্ন দুঃখীর মুখে ফুটবে দারুণ হাসি,
সেই হাসি মুখ কতটা ফোটালে এতটা বছরে স্বাধীনতা অভিলাষী।
স্বাধীনতা তুমি বৈষম্য নীতি এক এক করে কতটা করেছো দূর,
তোমার দুয়ারে অসহায় হয়ে কেঁদেছে বাঙালি কেঁদে ছিলো বহুদূর।
স্বাধীনতা তুমি শাসন বিভাগে কতটা সুফল সুষ্ঠু করেই দিলে,
এখনো দালাল চুষেছে রক্ত! দেশের ভেতরে একজোট হয়ে মিলে।
স্বাধীনতা তুমি পিতার কোমল তুমি আসবেই জায়নামাজের চাওয়া,
স্বাধীনতা তুমি জীবনের দামে লক্ষ প্রাণেই হয়েছে তোমার পাওয়া।
স্বাধীনতা কেনো ক্ষমতার কাছে গোনছে স্বার্থ ভাগ হয়ে যায় টানে,
একাত্তরেই ভাগ হয় নাই স্বাধীনতা তুমি রুদ্ধশ্বাসের যুদ্বের ময়দানে।
তোমাকে যাদের বিশ্বাস নেই ওদের দিয়েছো এই বাংলায় মুক্তি
বড় দুঃখের আফসোস লাগে স্বাধীনতা নিয়ে দেখছি বানায় যুক্তি।