মুখে স্বাধীন বলতে দেখি
পথ ব্যাঘাতে বাধা,
মুখে কহে দেশ চেতনা
অন্তরে তার কাঁদা।
বিজয় দিবস আসে ঘুরে
শ্রদ্ধা জানায় ফুলে,
যে চেতনায় শহীদ হলো
কর্মক্ষেত্রে ভুলে।
শপথ করে দেশের খাতে
রাখবে শহীদ মূল্য,
অনিয়মের বাসা বাঁধায়
লোভ লালসায় ভুললো।
কাজে কর্মে সেই আদর্শ
যদি ভুলে থাকে,
দেশের তরে এক আগাছা
ওই পতাকায় আঁকে।
যাদের জীবন বিলিয়ে দিয়ে
দেশটা হলো মুক্ত,
যারা তাদের ভুলে গেছে
রাজাকারে ভুক্ত।