স্বাধীনতা তুমি এসেও আসোনি ঘরে
আজো বাংলায় পরাধীন হয়ে থাকি,
স্বাধীনতা তুমি রক্ত ছিটিয়ে এলে
সেই সম্মান কতটুকু দেশে রাখি?

স্বাধীনতা তুমি দুর্নীতি হাতে
দালালের ফাঁদে বন্ধি,
স্বাধীনতা তুমি রাজনীতি নামে
ক্ষমতার সাথে সন্ধি।

স্বাধীনতা তুমি বাজার মূল্যে নাজেহাল কেন?
জন দুর্ভোগে নিখোঁজ হইলা!
এই বাংলায় পরাধীন হয়ে বাঙালি পুড়ছে
নানা কৌশলে দুর্ভোগ ঘিরে-

স্বাধীনতা তুমি যে কেমন আছো
জানতে ইচ্ছে করে?
তোমার স্বদেশে পরাধীন জাতি
কোথায় রয়েছো সরে?

স্বাধীনতা তুমি কোথায় ঘুরছো
কোথায় তোমার আজ বসবাস?
শহীদ মিনারে স্মৃতিসৌধে আছো
দ্যাখোনা বাঙালি কি সর্বনাশ।

স্বাধীনতা তুমি পালিয়ে বেড়াও
কত সন্তান একাত্তরেই মরছে,
সেই সন্তানে কেমন আশার
স্বপ্ন দেখেছে মনে কী পরছে?