অবিচারে গেছে  কত শত প্রাণ,
কত মায়েরই বুক হলো খালি,
কত ভাইয়ের ভাইকে হারালো
তাজা যৌবন হলো পোড়া ছালি।

ঘুরে ফিরে কেনো? অবিচারী আসে
অবিচারী আসে ভদ্র মুখোশে,
ভালো কথা দিয়ে জনতা যোগায়
পুরানো রোগেই ফেরে আক্রোশে।

গত অবিচারী যত দল ছিল
বাদ নেই কেন? শাসনে হটাও,
যখনই যারা অবিচারী ছিল
দলীয় সনদ ছিঁড়ে ফেলে দাও।

এই বাংলায় আর কতকাল?
রক্ত দিয়েও মুক্তি চাইবে?
আর কত বার রক্ত ছিটালে
প্রাণও হারিয়ে স্বাধীনতা পাবে?

স্বাধীনতা যারা কলঙ্ক করে
এই বাংলায় ঠাঁই নাকো দিয়ো দ্বয়,
যুদ্ধের মাঠে নেমেছিল যারা
তারাই তো বুঝে স্বাধীনতা কারে কয়।

জীবন দেওয়া প্রতিটি প্রাণই
জগত দুয়ারে অনেক মূল্যবান,
শহীদের দেশে অনিয়ম করে
ভন্ড গাইছে দেখি স্বার্থের গান।