স্বাধীনতা মানে এই না দেশের
তোমার সকল পথ্য ,
অপরের ঋণ মেঘে ঢেকে গেছে
তোমাদের ঋণ সত্য।

স্বাধীনতা মানে এই না দেশের
সুবিধা তোমার জন্য,
এইভাবে তুমি সবকিছু পেলে
দেশটা তখন ধন্য।

স্বাধীনতা মানে এই সব বুঝে
পরের দোষকে ধর,
নিজের দোষকে ধামাচাপা দিয়ে
নিজের সুনাম কর।

স্বাধীনতা মানে সকলের ঋণ
মানার চিন্তা তার,
স্বাধীনতা শুধু শোভনীয় করে
এই পণ হলো যার।

স্বাধীনতা মানে তুমি কিছু বুঝ
নেই ভেদাভেদ তরে,
ধনী বা গরিব থাকবে কাতারে
বাংলাদেশের ঘরে।

স্বাধীনতা মানে চাটুকার পাবে
রাজনীতিবিদ খাবে,
এই কি জন্য জীবন দিয়েছে
কি করে ওরাই ভাবে??

স্বাধীনতা মানে এই না দেশের
তোমার জন্য খালি,
অন্য মানুষ উপোষ থেকেও
দিতে হবে হাত তালি।

স্বাধীনতা মানে রাজনীতি বিদ
আজ খাবে চেটেপুটে,
গরিবের থালে জুটো টুকু নেই!
উপোস থাকবে পেটে।

স্বাধীনতা মানে আলোকিত হবে
তোমাদের যত দিন,
অন্য জনের সব অবদান
ভুলে যাবে সেই ঋণ।

স্বাধীনতা মানে সকালের হাসি
তোমার জন্য ফোটে,
অন্য জনের বদ্ধ দরজা
খুললে পিটুনি জোটে।

স্বাধীনতা মানে চাকরি বাকরি
সকল তোমার জন্য,
সবকিছু শুধু তোমাদের হলে
বলবে দেশটা ধন্য।

স্বাধীনতা নয় তোমার জন্য
তোমাদের শুধু একা,
যা খুশি তাই যে করতে থাকবে
ফেলবে পায়ের রেখা।

এই জন্য কি রক্ত দিয়েছে
জীবন দিয়েছে জাতি,
তোদের এমন কাণ্ড দেখতে
হয়েছে রক্ত পাতি।

স্বাধীনতা মানে ঘুরে ফিরে শুধু
তোমার ক্ষমতা লোভ,
একদলে খাবে দমন পীড়নে
লুকিয়ে থাকবে ঝোপ।


স্বাধীনতা মানে বিজয় দিবসে
ফুল দিয়ে ঋণ শোধ,
জাতিকে ডুবিয়ে লুটপাট করো
তোমাদের প্রতি খোদ।