বিজয়ী আমরা আঁধার নিভেছে বিজয়ের উচ্ছ্বাস,
আমাদের এই দেশের বয়স হয়েছে যে পঞ্চাশ।
নবীন ,যোয়ান, বৃদ্ধ ,শিশুও মুক্ত পথের পন্থী,
আমাদের আজ অর্ধ শতক স্বাধীনতার-সুবর্ণজয়ন্তী।
লাখো শহীদের শ্রদ্ধাঞ্জলি তে সকল বাঙালি করে,
দেশের এমন পূর্ণতা দেখে বুকটা গিয়েছে ভরে।
জয় বাংলার বহমান ধারা চলেছে প্রতিকৃতি,
শেখ মুজিবের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী।
মুজিব তোমার শত বার্ষিকী জন্ম দিবস পূর্তি
আমাদের আজ বিজয় দিবস উদযাপনের ফূর্তি
দুই আনন্দ আকাশে বাতাসে লেখা হলো ইতিহাস
সুজলা সুফলা দেশের বয়স আজ হলো পঞ্চাশ।