সাধ মিটে গেছে তোমাকে দেখার পর
দ্বিতীয়ত বার কেউ ভালো লাগে-নাই
এই সমুদ্রে ডুবেই দেখেছি চুপে
সাধ মিটে গেছে আর কিছু বলা নাই।
আমাকে এখানে অনুপযোগী মর্মে
নিক্ষিপ্ত হয়ে যাই তার কাঁদা জলে,
ময়লা নালায় পেট ভরা কলকলে
আমি স্রোতেই তার ভেসে যাই তলে।
আমার চোখের কোটায় ধরেনা আর
ঐশ্বর্য কে ছুঁয়ে যাওয়ার আগে,
আমাকে করে না কোনো অম্লান টান
বিবর্ণ কথা ধ্যাত বিরক্তি লাগে।
নতুন আবার প্রেম পড়বার সাধ
আমাকে করে না আপ্লুত সমীকরণ,
তোমাকে পাবার ইচ্ছা ও নাই মনে
সাধ মিটে গেছে প্রেমের-রসায়ন।
পরিবেশ থেকে সৃষ্টি হব এবার
আমি প্রস্তুত হয়েই গিয়েছি তবে,
নিজ পরিবেশে ধরাতে চাইনা তাকে
তোমাকে বুঝার সাধ মিটে গেছে কবে।