নদীর জলে সোনার আভা
ধানের ক্ষেতে ঢেউ,
রূপসী এই বাংলার ছবি
আর দেখেছে কেউ?
পাখির গানে ভোরের আলো
নাচে নদীর বাঁকে,
হাজার বছর ধরে চলে
কে সাজিয়ে রাখে?
শাল-গজারের ঘন ছায়ায়
বাতাস মৃদু বাজে,
গোলাপ ঝরে পথের ধারে
সুর ভাসে মেঘ সাজে।
গাঁয়ের বধূ, শিশুর হাসি
গন্ধে ভরা হাওয়া,
এই বাংলার রূপের কাছে
সবই লাগে ছাওয়া।