দেশের তরে অস্ত্র বিহীন যুদ্ধ চলে
মানুষ মরে দলে দলে,
মা মরেছে বোন মরেছে
রক্ত মাখা চরণ তলে।
ভাই হারাচ্ছে বাপ হারাচ্ছে
সংখ্যা অগোনিত,
ধরছে যাদের হাতের উপর
সবাই হচ্ছে মৃত।
এবার বুঝি সইলো না তার
কেঁপে উঠলো হৃদয়,
যুদ্ধ বিমান নিয়ে পালান
হলেন সেথা বিদায়।
কারণ তিনি এক বাঙালি
সেনা ছিলেন পাকের,
বাংলা মায়ের জন্য তিনি
চাকরি করেন আখের।
ধ্বংস হলো পালিয়ে যেতে
বীর বাঙালির বিমান,
এমন প্রেমিক হয় নাকি যে
মজবুত কত ইমান।