একটু রত্ন লুকানো আছিল
পুরাতন সেই সিন্দুকে!
কিছু নিয়ে গেছে বেহায়া কুটুম
কিছু নিয়ে গেছে নিন্দুকে।
হাত দিয়ে তাই ধরতে গিয়েছি
হাত টুকু যায় পুড়ে,
দু'পা দিয়ে তার আনতে গিয়েছি
রয়ে যায় বহুদূরে।
রত্নে আমার ঘড় বাড়ি হয়
হয়েছে দালান কোঠা,
আমি থেকে যাই কোঠার বাইরে
হয়ে যাই ছাই লাঠিসোটা।
আমি ভেসে যাই খরকুটো হয়ে
আষাঢ় মাসের জলে,
হিয়াল কুত্তা দলাচটা দেয়
চটে পায়ে দলে দলে।
রত্ন পাথরে সুখ নাই কিছু
মানুষ বলেছে আছে,
সুখ টুকু যেন দৃষ্টি ভঙ্গি
চোখের কোণায় ভাসে।
- মোঃ মুসা