পরিপাটি আহো চষার রচনা স্মিত
পতগ আমুদে ডানা মেলে গাঁয়,
হরিত জাগানো জমি চেনা মাঠ চাঙ্গা
এই মাঠে তাকিয়ে প্রশান্তি ডেকে যায়।
সরিষা ফুলের হলুদ মাখাল হোহো
বিষ্ময়ে হয়ে গড়ায় বাহবা ছবি,
শালিক, - উড়ন্ত উড়ে পায়রা
ক্যামেরা না চোখে ধরে সুগন্ধে কবি..
গোনতে গিয়েছি সরিষার ফুল গুলো
মনে হয় যেন হলুদ আকাশে আছি,
হলুদ তারার গোনতেই ভুল করেছি
কতগুলো গোনা মুশকিল মাঠবাসি..
পাশ দিয়ে বয়ে চলেছে নীরবে নদী
হেঁটে যায় জল সমুদ্রে পেটে,
বক, মাছরাঙা চুপচাপ বসে আছে
পুঁটি পেলে খায় সারাদিন খেটে...।
ঘন কুয়াশায় হারিয়ে গেছে সীমানা
দূর দেখা আর যায় নাকো দূর,
দূর্বা ঘাসের কোমল পাতার কাছে
শিশিরের ফোঁটা জল ঝরে ঝুর ঝুর।
সবুজ বাংলা কাব্যগ্রন্থ বইয়ে প্রকাশিত লেখাটি